ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নবাগত শিক্ষার্থীদের বরণ করলো বিইউবিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
নবাগত শিক্ষার্থীদের বরণ করলো বিইউবিটি

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) স্প্রিং সেমিস্টার ২০১৬–এর নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার মিরপুর রূপনগরস্থ ক্যাম্পাসে শনিবার (২০ ফেব্রুয়ারি) প্রায় ১৫০০ শিক্ষার্থী ও দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়।



বিইউবিটি উপাচার্য অধ্যাপক মোঃ আবু সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট এর চেয়ারম্যান এএফএম সরওয়ার কামাল।

পবিত্র কোরয়ান তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মিঞা লুৎফার রহমান।

এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক এ বি মোঃ বদরুদ্দোজা মিয়া এবং বিভিন্ন অনুষদের ডিন।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসজেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।