ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

এম‌পিওভুক্তির দা‌বিতে আমরণ অনশনে শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এম‌পিওভুক্তির দা‌বিতে আমরণ অনশনে শিক্ষকরা ছবি : প্রতীকী

ঢাকা: এম‌পিওভুক্তির দা‌বিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূ‌চি পালন করছেন এম‌পিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত ননএম‌পিও শিক্ষকেরা। দ্বিতীয় দিনের অনশনে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এক শিক্ষক।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পূর্বঘোষিত কর্মসূ‌চির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূ‌চি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া নন এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন বাংলা‌দেশ শিক্ষক ঐক্য প‌রিষদ।

অনশনে অংশ নেওয়া শিক্ষকেরা বলেন, ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের জা‌রি করা এক প‌রিপত্রের ভিত্তিতে শিক্ষকরা নিয়োগ পেলেও কেউই এম‌পিওভুক্ত হতে পারছে না। এজন্য প্রায় ১৫ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

সরকার বি‌ভিন্ন সময় আশ্বাস দিলেও যথাযথ কোনো ব্যবস্থা নেয়নি উল্লেখ করে শিক্ষকরা বলেন, চল‌তি মাসের ১৭ তা‌রিখ সংগঠনের সদস্য এ কে এম আব্দুল বাতেন বেতন ভাতার দুঃশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এভাবে আর কত শিক্ষক মারা যাবেন?

আমরণ অনশনে সংগঠনের সভাপ‌তি প্রদীপ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠ‌নিক সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক এনামুল হকসহ অর্ধ-শতাধিক শিক্ষক উপ‌স্থিত ‌ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এইচআর/আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।