ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ভুল’ প্রশ্নে পরীক্ষা দিয়ে ফেলের শঙ্কায় ৪০ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
‘ভুল’ প্রশ্নে পরীক্ষা দিয়ে ফেলের শঙ্কায় ৪০ শিক্ষার্থী

ঢাকা: চলমান এসএসসি পরীক্ষায় দুই বছর আগের একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে খারাপ ফলের আশঙ্কা করছে বিজ্ঞান বিভাগের ৪০ শিক্ষার্থী।
 
ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ভেন্যু কেন্দ্রের তিন প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা দুশ্চিন্তা নিয়ে বাকি পরীক্ষা দিচ্ছে।

এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরাও।
 
বোর্ড কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হবে না।
 
ওই ভেন্যু কেন্দ্রে নিজ প্রতিষ্ঠান ছাড়াও স্থানীয় আমজাদিয়া একাডেমি ও লাওখোলা এএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থী ৪০ জন।
 
পরীক্ষার্থীদের অভিভাবকরা বাংলানিউজকে জানান, গত ১৮ ফেব্রুয়ারি রসায়ন বিষয়ের পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে ২০১৪ সালের প্রশ্ন সরবরাহ করা হয়। বর্তমান শিক্ষার্থীরাও ওই প্রশ্নেই পরীক্ষা দিয়েছে।
 
ভুল প্রশ্নে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা ফেল করার আশঙ্কা প্রকাশ করছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তাদের একজন অভিভাবক বাংলানিউজকে বলেন, সকল পরীক্ষার্থী চিন্তিত। কারণ, নতুন প্রশ্নে উত্তরপত্র মূল্যায়ন করলে সবাই ফেল করবে। বোর্ডের ভুলে এভাবে তো শিক্ষার্থীদের মেধা যাচাই হবে না।
 
বিকে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ভেন্যু কেন্দ্রটি বিকে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অন্তর্ভুক্ত। পরে বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকেও অবহিত করা হয়।
 
পরীক্ষা কেন্দ্রসচিব ও বিকে নগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
 
পরীক্ষা নিয়ন্ত্রক তাদের জানিয়েছেন, কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হবে না। বিষয়টি শিক্ষার্থীদের আশ্বস্ত করতে বলেছেন। আমরা শিক্ষার্থীদের তা জানিয়ে দিয়েছি।
 
‘বোর্ড থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের ভয়ের কিছু নেই। কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হবে না’।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।