ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের যাত্রা

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের যাত্রা

গোপালগঞ্জ: উন্নত ক্যারিয়ার গঠন ও অনুশীলনের জন্য গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যারিয়ার ক্লাব হিসেবে যাত্রা শুরু করেছে ‘আই প্লাস ওয়ান ক্যারিয়ার ক্লাব’।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সভাপতি রবিউল ইসলাম এক বিবৃতিতে যাত্রা শুরুর বিষয়টি জানান।



ইংরেজি বিভাগের কেন্দ্রীয় সংগঠন ‘আই প্লাস ওয়ান ক্লাবের’ একটি অংশ হলো এই ক্লাব। শুরুতে এ ক্লাবের অন্তর্ভুক্ত সংগঠনগুলো কেবল ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জন্য খোলা হলেও এ বছর থেকে ইংরেজিসহ বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের জন্য কাজ করবে।

ক্লাবের ক্লাস, চাকরির প্রস্তুতি পরীক্ষা, অনুপ্রেরণামূলক ক্লাস, বিসিএস, ব্যাংকে চাকরি, চাকরির অনুসন্ধান ও ক্যারিয়ারভিত্তিক সেমিনারের মাধ্যমে সদস্যদের সুবিধা দেওয়া হবে।

সদস্য ফরম নেওয়ার সময়সীমা ২৭ ফ্রেব্রুয়ারি থেকে ০৩ মার্চ পর্যন্ত। ফরমের মূল্য ৫০ টাকা। ইংরেজি বিভাগের বিভাগীয় অফিস থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।