ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি কর্মকর্তা সমিতির কর্মবিরতি প্রত্যাহার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
ইবি কর্মকর্তা সমিতির কর্মবিরতি প্রত্যাহার

ইবি: বেতন বৃদ্ধির দাবিতে বিগত ছয়দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতি।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় কর্মকর্তা সমিতির কার্য নির্বাহী পরিষদ বৈঠক করেন।

বৈঠক শেষে তারা আগামী ১১ মার্চ পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। তবে এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারো কঠোর আন্দোলন করবেন বলেও জানান কর্মকর্তা সমিতির সভাপতি মো. সোহেল।

এর আগে বুধবার (২ মার্চ) সন্ধ্যায় ১১ মার্চ সিন্ডিকেট সভা করার ঘোষণা দিলে আন্দোলন স্থগিত করেন কর্মকর্তারা। একই সঙ্গে তারা কার্য নির্বাহী পরিষদের বৈঠক শেষে কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন।

বেতন বৃদ্ধির দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।