ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নারীদের সঙ্গে জাককানবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
নারীদের সঙ্গে জাককানবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময় ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ময়মনসিংহ: আন্তর্জাতিক নারী দিবসে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাকনবি) কর্মরত নারী শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

মঙ্গলবার (০৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে নারী শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয় ও দেশের সব পর্যায়ে নারীদের অবদানের কথা স্মরণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।