ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

মেট্রোরেলের রুট বদলের দাবিতে ঢাবিতে কার্টুন প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, মার্চ ১০, ২০১৬
মেট্রোরেলের রুট বদলের দাবিতে ঢাবিতে কার্টুন প্রদর্শনী ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মেট্রোরেলের রুট বদলের দাবিতে কার্টুন প্রদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে এ প্রতিবাদী কার্টুন প্রদর্শন করা হয়।



আন্দোলনরত শিক্ষার্থীরা প্রদর্শনীতে বলেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। মেট্রোরেলের রুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে বদল করে অন্য দিকে নিয়ে যেতে হবে।

এদিকে, মেট্রোরেলের রুট বদলের দাবিতে গত ২০ জানুযারি শুরু হওয়া গণ-স্বাক্ষর কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।