জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিডি জবস’র উদ্যোগে দু’ দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল চলছে।
রোববার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাব’র সহযোগিতায় আয়োজিত এ ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ১৫টিরও বেশি স্বনামধন্য লোকাল এবং বহুজাতিক কোম্পানি।
অংশগ্রহণকারী কোম্পানিগুলো শিক্ষার্থীদের জন্যে ফুলটাইম ও পার্টটাইম চাকরির শূন্যপদ তুলে ধরে ফেস্টিভ্যালে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ও বর্তমান সময়ের সব শিক্ষার্থীর এই ফেস্টিভ্যালে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
ফেস্টিভ্যালের প্রথম দিন কোম্পানিগুলোর বুথে গিয়ে আবেদনকারীদের সিভি জমা দিতে দেখা যায়। ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন সোমবার (১৪ মার্চ) বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউর সময়সূচি কোম্পানির পক্ষ থেকে ফোন করে জানানো হবে।
ফেস্টিভ্যালের আয়োজকরা বলেন, কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে কী কী অভিজ্ঞতার প্রয়োজন হয় তা এ ফেস্টিভ্যালের মাধ্যমে জানতে পারবেন প্রত্যাশীরা।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এইচএ/