দিনাজপুর: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে সিড টেকনোলজি বিষয়ে তিন মাসব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে।
রোববার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।
তিন মাসব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক রফেসর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনিস খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ইকিউএসএসপি এর প্রকল্প পরিচালক মো. আজহারুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন এ প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মামুনুর রশীদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম।
তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএ