ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে র‌্যাগিং বন্ধের দাবিতে অবস্থান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জাবিতে র‌্যাগিং বন্ধের দাবিতে অবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিং বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ কমসূচি পালিত হয়।



র‌্যাগিং বন্ধের দাবিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করে শিক্ষক-শিক্ষার্থীরা।

কর্মসূচিতে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, র‌্যাগিং দিন দিন বেড়ে চলেছে। তা বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা জড়ো হয়েছি।

তিনি বলেন, র‌্যাগিংয়ের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হচ্ছে, শিক্ষক লাঞ্ছিত হচ্ছে। কিন্তু প্রশাসনের কোনো তাগিদ নেই। আবাসিক বিশ্ববিদ্যালয়ে সবার মুক্ত চিন্তা করার স্বাধীনতা রয়েছে। কারো স্বাধীনতা খর্ব করা এটা কখনো বাঞ্ছনীয় নয়।

কর্মসূচিতে শিক্ষক সমতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক সাঈদ ফেরদৌস, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক মো. খালেদ হোসাইন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করেন। র‌্যাগিং প্রতিরোধে বিভিন্ন পন্থা নিয়ে উপাচার্যকে পরামর্শ দেন। এ সময় উপাচার্য পরামর্শ গ্রহণ করেন এবং সবাইকে একযোগে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।