ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জয়পুরহাটে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জয়পুরহাটে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

জয়পুরহাট: জয়পুরহাটে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রধান শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।



সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ মোফাখখারুল ইসলাম, আলী হাসান মুক্তা, শিক্ষক আফজাল হোসেন, সোহরাব হোসেন, ফেরদৌস আরা লিপি, নাজিম উদ্দিন আহমেদ, আলমগীর হোসেন অভ্র, অধ্যাপক মোজাফফর আলী প্রমুখ।

সভায় শিক্ষার মানোন্নয়নের অন্তরায় হিসেবে কোচিং সেন্টার ও অভিভাবকদের অমনোযোগিতাকে দায়ি করা হয়েছে।

জেলার তিন শতাধিক প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের প্রধানরা এই মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।