ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ঢাকা কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে ঢাকা কলেজ।
 
দিবসটি উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনার আয়োজন করা হয়।


 
বৃহস্পতিবার (১৭ মার্চ) চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন।
 
বর্ণাঢ্য র‌্যালিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ এবং বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন।
 
র‌্যালি শেষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
 
আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন শিক্ষাসচিব।
 
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।