ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ষষ্ঠ শ্রেণি থেকে মনোবিজ্ঞান পাঠ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
‘ষষ্ঠ শ্রেণি থেকে মনোবিজ্ঞান পাঠ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষার্থীদের মানসিক শক্তি বাড়াতে সরকার ষষ্ঠ শ্রেণি থেকে মনোবিজ্ঞান পড়ানোর কথা চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার (১৮ মার্চ) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে আন্তর্জাতিক মনোবিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।



বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি ও দক্ষিণ এশীয় মনোবিজ্ঞানী অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে, মূল্যবোধ জাগ্রত করতে ও শিক্ষার্থীদের মানসিক শক্তি বাড়াতে মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ।

জবাবদিহিতার উপর জোর দিয়ে নাহিদ বলেন, মন্ত্রীরা বেতন পায় জনগণের ট্যাক্সের টাকায়। সুতরাং তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। জনগণই দেশের সব ক্ষমতার উৎস, আমরা তাদের কামলা মাত্র। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে।
 
শিক্ষকতাকে সবচেয়ে সম্মানিত পেশা আখ্যা দিয়ে শিক্ষকদের যথাযথ সম্মান জানানোর প্রতি গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ সময় তিনি সরকারের উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন। পাশাপাশি শিক্ষাখাতের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন।
 
মনোবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. রওশন আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ারুল হাসান সূফী। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. রওশন আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশীদ, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নাসরিন ওয়াদুদ, মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।

অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জ্ঞাপন করেন মনোবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এইচআর/এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।