ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, মার্চ ২২, ২০১৬
কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন উদ্বোধন

কুড়িগ্রাম: কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করেছেন সাবেক মন্ত্রী ও বিরোধী দলীয় চিফ হুইফ মো. তাজুল ইসলাম চৌধুরী।

রোববার (২০ মার্চ) দুপুরে কলেজের হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি তিনি উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ।

এসময় বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য সাইদ হাসান লোবান, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অজয় কুমার রায় প্রমুখ।

এর আগে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা সেবাসহ স্বাস্থ্য বিভাগীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।