ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

আইসিসির বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, মার্চ ২২, ২০১৬
আইসিসির বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

রাবি: বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে নিষিদ্ধ করার প্রতিবাদ ও আইসিসির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২১ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ভক্ত শিক্ষার্থীদের ব্যানারে এ দাবিতে মানববন্ধন করেন ‍তারা।



এ সময় তাদের হাতে আইসিসির বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকাডে লিখা ছিল ‘শেম অন আইসিসি, ‘আইসিসি আর কত প্রতিভা নিয়ে খেলবি, আর কত প্রতিভা ধ্বংস করবি’, ‘এক দফা এক দাবি, ব্যাক তাসকিন ব্যাক সানি’ প্রভৃতি স্লোগান।

রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী খুর্শিদ রাজিজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাদমানুল, রাতুল, রাফিজ, কামরুল, কাফি, সাদমান আদমান ও মাহমুদুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।