জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলা সংসদের উদ্যোগে স্বাধীনতা বইমেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ মার্চ) মেলার আহ্বায়ক ও জাবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা। ইতিমধ্যে মেলার সব প্রস্ততি শেষ হয়েছে। সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
বই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় জাবি বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রকাশিত গ্রন্থ নিয়ে প্রকাশনা উৎসব, শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এবারে মেলায় মোট ৩৯টি প্রকাশনী অংশ নেবে, জানান অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম তালুকদার।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএম