বগুড়া: শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ ২১দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত করা হয়।
কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ ওসমান গণি সরকার, সদস্য সচিব প্রভাষক মাসুদ পারভেজ রানা, প্রধান সমন্বয়কারী সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাব্বী হাসান, প্রভাষক আব্দুল করিম, অধ্যক্ষ মোশারফ হোসেন, প্রভাষক নাজমুন নাহার, সহকারী অধ্যাপক আব্দুস শুকুর, সহকারী শিক্ষক শরিফুল ইসলামসহ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তারা ৮ম জাতীয় পে-স্কেল বকেয়াসহ বাস্তবায়ন, সকল এমপিওভূক্ত প্রতিষ্ঠানকে একযোগে জাতীয়করণ, পেনশন-অবসর ভাতা দ্রুত প্রদান, নন এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ ও শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণসহ ২১দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি জমা দেন তারা।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এমবিএইচ/বিএস