ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি’তে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
জবি’তে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে জবি’র ভাষা শহীদ রফিক ভবনে এ অভিযান চালানো হয়।



এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, এ ধরনের অভিযানে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ আবশ্যক। মেয়রের দায়িত্ব সবার, সবাই নিজ নিজ অবস্থান থেকে এ দায়িত্ব গ্রহণ করলে ঢাকা বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে গণ্য হবে।

জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।

বক্তব্য রাখেন- জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল হোসেন, ৪৩ নং ওয়ার্ড কমিশনার মো. আরিফ হোসেন ছোটন, ৩৭ নং ওয়ার্ড কমিশনার রহমান মিয়াজী প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রনেতা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা. মার্চ ২৪, ২০১৬
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ