ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উদযাপন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।



বিশ্ববিদ্যালয়ের ভাইস-চান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
ওএইচ/আরএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ