ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ছোট কাগজ স্নান’র অষ্টম বর্ষপূর্তি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
রাবির ছোট কাগজ স্নান’র অষ্টম বর্ষপূর্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে প্রকাশিত ছোট কাগজ স্নান’র অষ্টম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বর্ষপূর্তি উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে স্নান চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্নান চত্বরে ‘সাম্প্রতিক প্রেক্ষাপট ও স্নান’ শীর্ষক আড্ডা অনুষ্ঠিত হয়।

পরে বিকেল ৫টায় রাবির শহীদুল্লাহ কলা ভবনের ১৫০নং কক্ষে ‘যুক্তি-তর্কে ছোটকাগজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০০৯ সালের ২৬ মার্চ আত্নপ্রকাশ করে স্নান। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ