ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

শিক্ষা

তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রংপুরে শিক্ষার্থী ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, মার্চ ৩০, ২০১৬
তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রংপুরে শিক্ষার্থী ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে রংপুর নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে একঘণ্টা ধর্মঘট পালিত হয়েছে।

 

বুধবার (৩০ মার্চ) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ধর্মঘট পালন করেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলে নগরীর রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সব কলেজ ও স্কুলে কোনো ক্লাস হয়নি। এর আগে তাদের দাবির সমর্থনে রংপুর প্রেসক্লাবসহ নগরীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে শত শত শিক্ষার্থী অংশ নেন। সমাবেশগুলোতে তনু হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষাথীরা। অতি দ্রুত তনুর খুনিদের গ্রেফতারের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আইএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।