ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, এপ্রিল ২, ২০১৬
জাবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

 

শনিবার (০২ মার্চ) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় সিনেট হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালা’র পরিচালক (অনারারী) অধ্যাপক মুহম্মদ হানিফ আলী সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন, বাংলা বিভাগের শিক্ষক নাহিদ হকসহ আনন্দশালার শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।