ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবি কর্মকর্তা মোরশেদুল হক আর নেই

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, এপ্রিল ২, ২০১৬
জাবি কর্মকর্তা মোরশেদুল হক আর নেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়ের টেকনিক্যাল কর্মকর্তা মোরশেদুল হক খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

শনিবার (০২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (০১ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে মোরশেদুল হক খান ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ সাভার রেডিও কলোনি সংলগ্ন নয়াবাড়ী কবরস্থানে দাফন করা হয়। আগামী ৮ এপ্রিল নয়াবাড়ী জামে মসজিদে বাদ জুমা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।