ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ‘রিসার্চ মেথোডোলজি’ কর্মশালা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
জাবিতে ‘রিসার্চ মেথোডোলজি’ কর্মশালা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: তরুণ শিক্ষকদের শিক্ষকতা ও গবেষণায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রিসার্চ মেথোডোলজি’ শীর্ষক কর্মশালা।

 

মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

কর্মশালাটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষকদের শিক্ষকতা ও গবেষণায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়বে।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন।

কর্মশালায় রিপোর্ট রাইটিং, থিসিস রাইটিং, রিসার্চ আর্টিকেল রাইটিং, জার্নাল রাইটিং, লিটারেচার রিভিউ, সোশ্যাল রিসার্চ, হাইপোথিসিস, ডাটা অ্যানালাইসিস, কো-রিলেশন অ্যানালাইসিস ও রিগ্রেশন অ্যানালাইসিস’সহ ২১টি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় ৫০ জন শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
আরএইচএস/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ