ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।

 

সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দু’টি হলে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে ও মঙ্গলবার গভীর রাতে জাহাঙ্গীর গ্রুপ ও ঈশা গ্রুপের মধ্যে এসব ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের জাহাঙ্গীর গ্রুপের ছাত্ররা মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে ঢুকে ফরিদ মল্লিক নামে এক ছাত্রকে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সম্রাট বিশ্বাস, গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহাদি হাসান ও ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র জাহাঙ্গীর আলমকে বিজয় দিবস হল থেকে বহিষ্কার করে।
 
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার গভীর রাতে জাহাঙ্গীর গ্রুপের ছাত্ররা বিজয় দিবস হল ও স্বাধীনতা দিবস হলে ব্যাপক ভাঙচুর চালায়।

এর জের ধরে বুধবার দুপুরেও জাহাঙ্গীর গ্রুপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অফিস কক্ষ ও হলে হামলা ও ভাঙচুর চালায়। এসময় হামলার স্বীকার হন আরো চার ছাত্র। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার করতে ছাত্রলীগের জাহাঙ্গীর গ্রুপ দীর্ঘ দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দুর্বল প্রশাসনের কারণে ছাত্রলীগের জাহাঙ্গীর গ্রুপ এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় বলে একাধিক সূত্র দাবি করেছেন।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোছা. হালিমা খাতুন বাংলানিউজকে বলেন, হলে ভাঙচুর করার অভিযোগে তিন ছাত্রকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তারাই আবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ব্যাপক হামলা-ভাঙচুরের ঘটনা ঘটায়।

ঘটনার পর শিক্ষকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রার জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় পরবর্তী সিদ্ধান্ত কি হবে সে ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেওয়া যায়নি বলেও জানান তিনি।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা
    
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ