ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

সরকারি হলো ৭ কলেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, এপ্রিল ১১, ২০১৬
সরকারি হলো ৭ কলেজ

ঢাকা: প্রতি জেলায় একটি করে মাধ্যমিক স্কুল ও কলেজ জাতীয়করণের আওতায় ফরিদপুরের দু’টি, ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা ও মাদারীপুরের একটি করে কলেজ সরকারিকরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা থেকে সোমবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


 
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর ডিগ্রি কলেজ ৩০ মার্চ থেকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ ২৭ মার্চ থেকে, ঢাকার পল্লবীর বঙ্গবন্ধু কলেজ ২৪ মার্চ থেকে, খুলনার কয়রা উপজেলার কয়লা মহিলা কলেজ ৩০ মার্চ থেকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজ ২৭ মার্চ থেকে জাতীয়করণ করার আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
 
ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ ৩০ মার্চ থেকে এবং আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ ০৬ এপ্রিল থেকে জাতীয়করণ হবে।  
 
কলেজের আত্মীকৃত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।