ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

শিক্ষা

নববর্ষে শাবিপ্রবি’র কর্মসূচি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, এপ্রিল ১৩, ২০১৬
নববর্ষে শাবিপ্রবি’র কর্মসূচি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

শাবিপ্রবি: বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। তবে এসব কর্মসূচি বিকেল সাড়ে ৪টার মধ্যে শেষ করার আদেশ দিয়েছে শাবিপ্রবি প্রশাসন।

 

বুধবার (১৩ এপ্রিল) শাবিপ্রবি’র জনসংযোগ অধিদফতরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

পহেলা বৈশাখ সকাল ৯টায় শাবিপ্রবি প্রেসক্লাবের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

সকাল সাড়ে ৯টায় বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শাবিপ্রবি’র দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু হবে। বেলা ১১টা থেকে চলবে একটানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া পিঠা উৎসব, ট্যান্ট বসানোসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গণিত, ইংরেজি, স্থাপত্য, লোকপ্রশাসনসহ বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন আয়োজন করছে- টেন্ট স্থাপন, বায়োস্কোপ প্রদর্শন, পুতুলনাচ, আলোকচিত্র প্রদর্শনী, আলপনা অংকন, বাউল গানের আসর ও ঘুড়ি উৎসবের।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।