ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

পাবিপ্রবিতে কর্মচারীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, এপ্রিল ১৭, ২০১৬
পাবিপ্রবিতে কর্মচারীদের বিক্ষোভ

পাবনা: চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষাভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অস্থায়ী কর্মচারীরা।

রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা।

 

এ সময় বিক্ষুব্ধ কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনে তালা ঝুলিয়ে দেন। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্কাতর্কি হয় তাদের। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে প্রায় অর্ধশতাধিক চতুর্থ শ্রেণির কর্মচারী মাস্টাররোলে চাকরি করে আসছেন। তারা দ্রুত চাকরি স্থায়ীকরণের দাবি জানান।

এ ব্যাপারে পাবিপ্রবির প্রক্টর আওয়াল কবির জয় বাংলানিউজকে জানান, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট। সময়মতো তাদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন শান্ত। তবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।