ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবারও রাবিতে ক্লাস বর্জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
মঙ্গলবারও রাবিতে ক্লাস বর্জন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ক্লাশ বর্জনের ঘোষণা
দিয়েছে রাবির প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উভয় সংগঠনের যৌথ বৈঠকে এ মঙ্গলবার ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে জানান রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা।

এছাড়াও মঙ্গলবার তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করা হবে বলেও জানান তিনি।

সোহেল রানা জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে সব ক্লাস বর্জন করবেন তারা। তবে পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এর আগে রাবি শিক্ষক সমিতির ডাকে রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ