ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ডাক দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন।

আগামী ২ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বুধবার (২৭ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক মাকসুদ কামাল বাংলানিউজকে বলেন, ফেডারেশনের আওতায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মবিরতি পালন করবেন। ওইদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতির পাশাপাশি কালো ব্যাজ ধারণ এবং বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।

কর্মবিরতি ছাড়াও আগামী ৩ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টায় বড় ধরনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৪ মে বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবে ফেডারেশন।

আর বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছাত্র সমাবেশের ডাক দেয়া হয়েছে।

ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউলকে গত ২৩ এপ্রিল সকালে ক্যাম্পাসে যাওয়ার সময় বাসের অপেক্ষায় থাকাকালে দুর্বৃত্তরা রাজশাহী শহরের শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই জবাই করে।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬/আপডেট ২০৪০
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ