ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ৩, ২০১৬
ঝিনাইদহে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার প্রদান ও উপবৃত্তির দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছেন ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৩ মে) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালি বের করে তারা।

র‌্যালিটি শহরের পোস্ট অফিস মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঝিনাইদহ শাখার সভাপতি মাহমুদুর রহমান পাপন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তাদের চার দফা দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিসহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো বন্ধ রাখতে বাধ্য করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ