ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

‘দেশে সংবেদনশীল শিক্ষা প্রয়োজন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, মে ৭, ২০১৬
‘দেশে সংবেদনশীল শিক্ষা প্রয়োজন’

ঢাকা: বর্তমান প্রেক্ষাপটে দেশে সংবেদনশীল শিক্ষা প্রয়োজন বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শনিবার (০৭ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব স্যোসাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ- এ ‘চাইল্ড ভিকটিমাইজেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন,  শিশুদের ওপর নির্যাতন করা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। তারা অমানুষ। এসব অমানুষদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে সংবেদনশীল শিক্ষা প্রয়োজন। যা মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দেবে। এ শিক্ষা দেওয়া শুরু করতে হবে পরিবার থেকে। কারণ পরিবারই মানুষের শিক্ষার প্রাথমিক জায়গা। সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে পড়ালেখা প্রয়োজন যা মানুষের কল্যাণে প্রয়োগ করা হবে।

সেমিনারে অধ্যাপক ড. তানিয়া রহমান বলেন, শুধু বাচ্চাদের ওপর নির্যাতনই নয় সমাজের যে কোনো সমস্যা নিরসনে নীতি নৈতিকতার কোনো বিকল্প নেই। আজকের বাংলাদেশকে আগামীর পথে সফল বাংলাদেশ করে তুলতে হবে। সেজন্য শিশুদের যত্ন নেওয়া জরুরি। কারণ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ০৭, ২০১৬
ইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।