ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মে ১১, ২০১৬
কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪ শতাংশ

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৪ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।

 

কুমিল্লা বোর্ডের অধীনে এবার ৬টি জেলায় ১ লাখ  ৬০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

২০১৫ সালে এ শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮৪ দশমিক ২২ শতাংশ।

কুমিল্লা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ২৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৯৫  শতাংশ।

এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৬  হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩ হাজার ৬৭২ জন ছাত্র ও ৩ হাজার ২৮২ জন ছাত্রী। গতবছর এ বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১০ হাজার ১৯৫ জন।

বাংলাদেশ সময়:১০১৭ ঘণ্টা, মে ১১, ২০১৬/আপডেট: ১১৪৮ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।