ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

যশোর বোর্ডে পাসের হার ৯১.৮৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, মে ১১, ২০১৬
যশোর বোর্ডে পাসের হার ৯১.৮৫ শতাংশ

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। গতবছর যশোর বোর্ডে পাসর হার ছিল ৮৪ দশমিক ০২ শতাংশ।

ফলে গতবছরের তুলনায় ৭ দশমিক ৮৩ শতাংশ পাসের হার বেড়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

চলতি বছর যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ১০ জেলার ২ হাজার ৪৮৯ বিদ্যালয়ের ১ লাখ ৪৯ হাজার ২১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে এর মধ্যে বিজ্ঞানে ৩২ হাজার ১২৮ জন, মানবিকে ৭৭ হাজার ২৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪০ হাজার ৫৪ জন।  

বোর্ডের আওয়তাধীন ২৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।       
        
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।