ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

কারিগরিতে এবারও এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, মে ১১, ২০১৬
কারিগরিতে এবারও এগিয়ে মেয়েরা

ঢাকা: এসএসসিতে কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এবার ৪.২৫ শতাংশ বেশি পাস করেছে। এবার কারিগরিতে মেয়েদের পাসের হার ৮৬.২৭ শতাংশ।

আর ৮২.০২ শতাংশ ছেলে পাস করেছে।
 
বুধবার (১১ মে) এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)-২০১৬ সালের মোট ১০টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়।
 
এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭২ হাজার ১২৬ জন ছেলে ও ২৪ হাজার ৫৯২ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৯ হাজার ১৫৮ জন ছেলে ও ২১ হাজার ২১৫ মেয়ে পাস করেছে।
 
গত বছর (২০১৫ সাল) ৮৫.২৭ শতাংশ মেয়ে ও ৮২.১৯ শতাংশ ছেলে পরীক্ষার্থী পাস করেছিল।
 
এবছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৮ হাজার ৫’শ ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮১ হাজার ৯’শ ২৮ শিক্ষার্থী পাস করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ১১, ২০১৬
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।