ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪৭৩৪ বিদ্যালয়ে শতভাগ পাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৬
৪৭৩৪ বিদ্যালয়ে শতভাগ পাস

ঢাকা: এবারের মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৩৪টি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের সংখ্যা মাদ্রাসা বোর্ডে, ২ হাজার ১৩৪টি।

সবচেয়ে কম প্রতিষ্ঠানের সংখ্যা সিলেট বোর্ডে ৬২টি।
 
বুধবার (১১ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাদ্রাসা বোর্ডের ৯ হাজার ১২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ১৩৪টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছে।
 
কারিগরি বোর্ডে ২ হাজার ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৬৯টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
 
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৮৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৩৩১টি প্রতিষ্ঠানের সবাই কৃতকার্য হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ শতভাগ পাস করেছে রাজশাহী বোর্ডে।
 
ঢাকা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানে সংখ্যা ৪ হাজার ২৯৩টি। এর মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫৭টি।
 
কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই কৃতকার্য হয়েছেন।
 
যশোর বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৪৮২টি। এর মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫৭টি।
 
রাজশাহী বোর্ডে ২ হাজার ৬১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠান ৮০০টি। বরিশাল বোর্ডের ১ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৯টি থেকে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
 
দিনাজপুর বোর্ডের ২ হাজার ৫৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা ২৬৯টি।
 
সিলেটের ৮৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬২টি প্রতিষ্ঠানের সবাই কৃতকার্য হয়েছে।
 
চট্টগ্রাম বোর্ডে শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা ৮৮টি। ৯৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বোর্ড থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।
 
গত বছরের তুলনায় এবার শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৬১টি।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১১, ২০১৬
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।