ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
শাবিপ্রবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

শাবিপ্রবি: মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১২টায় ফুডকোর্টের সামনে অবস্থান নেন শাবিপ্রবি ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় তারা জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধবিরোধী স্লোগান দেন। পরে দুপুর ১টায় ফুডফোর্ট থেকে হরতালবিরোধী মিছিল বের করা হয়।

শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি অঞ্জন রায়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ,  সাবেক কেন্দ্রীয় সংসদের সদস্য উত্তম কুমার দাশ।

সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন। এসময় সিনিয়র যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ ছাত্রলীগের কমিটিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।