ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

অনশনে বরিশাল আইএইচটির ১৮ শিক্ষার্থী হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, মে ১৬, ২০১৬
অনশনে বরিশাল আইএইচটির ১৮ শিক্ষার্থী হাসপাতালে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অনশনরত শিক্ষার্থীদের ১৮ জন অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার (১৬ মে) দুপুর দেড়টার পর থেকে পর্যায়ক্রমে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এরআগে সকাল ১০টা থেকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, মিতু, হৈমন্তী শুক্লা, তপু, শুক্লা হালদার, মিতু বিশ্বাস, মো. রাসেল, নন্দিতা, শোভা, আখি, জুই, জয়শ্রী, অর্মিতা, হাবিবা, আরিফুর রহমান, সজল, অর্পিতা ও রিয়াজ।
এরা পানিশুন্যতা ও শারীরিক দূর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন বরিশাল মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ সুতার।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।