ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

প্রস্তাবিত শিক্ষা আইনের বিরুদ্ধে ময়মনসিংহে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, মে ১৬, ২০১৬
প্রস্তাবিত শিক্ষা আইনের বিরুদ্ধে ময়মনসিংহে স্মারকলিপি ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬’র বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নেতারা।

সোমবার (১৬ মে) দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকির মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা আমীর ইবনে আহাম্মদ, শরীফুর রহমান, হামিদুল হক, নিজাম উদ্দিন, মাহফুজুর রহমান, মাহাবুবুর রহমান, আব্দুর রহিম প্রমুখ।

স্মারকলিপিতে নেতারা বলেন, পাঠ্য পুস্তকে ধর্মের বিষয়গুলো কমিয়ে শিক্ষা আইন-২০১৬ করা হচ্ছে। তাই অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষের নেওয়ার জন্য বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।