ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু বৃহস্পতিবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, মে ১৮, ২০১৬
রাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু বৃহস্পতিবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মে) থেকে আগামী ২৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ থাকবে।

ফলে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুরে রাবির জনসংযোগ দফতরের প্রশাসক মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে রাবির অফিসসমূহ ২১ মে থেকে ২৬ মে পর্যন্ত বন্ধ থাকবে। ২৭ মে সকাল ৯টায় হলসমূহ খুলে দেওয়া হবে। পরদিন ২৮ মে থেকে বিশ^বিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ৭ থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।