ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বরখাস্ত

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ১৮, ২০১৬
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বরখাস্ত ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: আর্থিক দুর্নীতি-অনিয়ম,  স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. এম আতাউর রহমানকে বরখাস্তের কথা জানান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, অধ্যক্ষ ড. এম আতাউর রহমানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যরাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নানা অভিযোগে গত ৪ মে অধ্যক্ষকে অপসারণের দাবি তোলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজের বর্তমান অবস্থা নিয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।