ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবি শিক্ষক সমিতির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
খুবি শিক্ষক সমিতির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে খুবি ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

খুলনা শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সরদার সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের বার্তা পড়ে শোনানো হয়।
 
খুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. আশীষ কুমার দাস।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানান। আরও বলা হয়, শিক্ষককে কান ধরে ওঠ বস করানো অত্যন্ত নিন্দনীয় কাজ। জাতি হিসেবে আমরা এ ঘটনায় লজ্জিত।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমআরএম/আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।