ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পুকুরে ডুবে জাবি ছাত্রের মৃত্যু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
পুকুরে ডুবে জাবি ছাত্রের মৃত্যু

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র জামিলুর রহমান জিসান পুকুরে ডুবে মারা গেছেন।

মঙ্গলবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

জিসানের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবে বলে জানা যায়। তিনি রাজধানীর মিরপুরে থাকতেন।

তার বন্ধুরা জানান, অনেক দিনপর বৃষ্টি হওয়ায় তারা বন্ধুরা মিলে ভিজতে বের হন। শিক্ষক ক্লাবের পুকুরে নেমে সাঁতার কাটতে থাকেন। কয়েকবার পুকুরের এপার থেকে ওপারে যান। কিন্তু তৃতীয়বারের সময় পুকুরের মাঝখানে এসে জিসান ডুবতে থাকেন। প্রথমে মজা ভাবা হলেও পরে এটিকে গুরুত্ব দিয়ে তাকে উদ্ধার করা হয়।

এরপর স্থানীয় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কাদের নাজিম তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।