ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

বুয়েট উপাচার্যের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, মে ২৪, ২০১৬
বুয়েট উপাচার্যের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক খালেদা একরামের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে জাবি উপাচার্য জানান, অধ্যাপক খালেদা একরামের মৃত্যুতে জাতি একজন দক্ষ প্রশাসক ও স্থাপত্যবিদকে হারালো। এ ক্ষতি পূরণ হবার নয়। আধুনিক স্থাপত্য নির্মাণশৈলিতে খালেদা একরামের গবেষণা ও শিক্ষা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

জাবির পক্ষ থেকে উপাচার্য মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সোমবার (২৩ মে) রাত তিনটার দিকে অধ্যাপক খালেদা একরাম মৃত্যুবরণ করেন। তিনি ২০১৪ সালের ১১ সেপ্টম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।