ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিতে জাতীয় শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির দাবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জুন ১, ২০১৬
শাবিতে জাতীয় শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির দাবি

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় বাজেটে (২০১৬-১৭)  শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে নৃবিজ্ঞান বিভাগ।

 

বুধবার (০১ জুন) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শাবি নৃবিজ্ঞান সমিতি আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আফম জাকারিয়া, মোহাম্মদ মনযুর-উল-হায়দার, জাবেদ কায়সার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বরাবরই সরকার বলে আসছে শিক্ষা খাতে বাজেটে বরাদ্দ বাড়াবে। কিন্তু যখন বাজেট ঘোষিত হয় তখন দেখা যায়, শিক্ষাখাতকে উপেক্ষা করা হয়েছে।

বক্তারা জাতীয় বাজেটে কমপক্ষে ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।