ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুন ৬, ২০১৬
আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

রাবি: ২৪তম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

সোমবার (০৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাঁতার প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রানার্স আপ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেন। ওয়াটারপোলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স আপ ও বরিশাল বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেন।

রোববার (০৫ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছেলেন- রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, প্রক্টর অধ্যাপক মো. মজিবুল হক আজাদ খান, ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান, অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাবকমিটির সভাপতি অধ্যাপক নীলুফার সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এএনজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।