ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে ঢাকা বোর্ডের স্থগিত থাকা ফলে ৬ শিক্ষার্থী উত্তীর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ৭, ২০১৬
এসএসসিতে ঢাকা বোর্ডের স্থগিত থাকা ফলে ৬ শিক্ষার্থী উত্তীর্ণ

ঢাকা: এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত থাকা ১১ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত ফলাফলের অনুলিপিতে জানানো হয়, এদের মধ্যে ৬ জন উত্তীর্ণ হয়েছেন।


 
প্রার্থীদের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://dhakaeducationboard.gov.bd) পাওয়া যাবে।
 
এর আগে গত ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।