ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ডিন ক্যাটাগরি সিন্ডিকেট নির্বাচনে আ.পন্থি প্রার্থী জয়ী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
রাবিতে ডিন ক্যাটাগরি সিন্ডিকেট নির্বাচনে আ.পন্থি প্রার্থী জয়ী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডিন ক্যাটাগরির সিন্ডিকেট সদস্য নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আখতার ফারুক জয়ী হয়েছেন।

সোমবার (১৩ জুন) বিকেল ৫টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা  করেন।

তিনি বাংলানিউজকে জানান, নির্বাচনের আওয়ামীপন্থি হলুদ প্যানেলের প্রার্থী অধ্যাপক আখতার ফারুক পান ৪৯২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থি সাদা প্যানেলের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী ৪১৮ ভোট পান।
এরআগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় দুপুর ২টায়।

নির্বাচনের ভোটার ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৩৯ জন শিক্ষক। এর মধ্যে ৯১০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়ধ ২০১৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।