ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে বিএফডিএফের নতুন কমিটি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
রাবিতে বিএফডিএফের নতুন কমিটি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে শাহাদাৎ হোসেনকে প্রধান নির্বাহী সদস্য (সিইএম) করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্যদের ভোটের মাধ্যমে সিইএম নির্বাচিত হয়েছেন। এছাড়া মনিরুল ইসলাম অপু, মো. শাওন, নাজমুল হাসান সজিব, বুরহান  কবির ও ফাহমিদা আফরোজ জৈষ্ঠ্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেছেন বিএফডিএফ এর উপদেষ্টা প্রফেসর শাহ আজম শান্তনু ও সুলাইমান চৌধুরী।
২০০৮ সালে রাবিতে বিএফডিএফ যাত্রা শুরু হয়। জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও  উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।