ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চিকিৎসক হতে চায় মেধাবী আদিবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
চিকিৎসক হতে চায় মেধাবী আদিবা

ঢাকা: মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার উত্তর বেত্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আদিবা আলী নিধি।

আদিবা বেত্কা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল আলী বেপারীর একমাত্র সন্তান।

তার মা মৃত নুসরাত ইয়াসমিন সাথী। মাত্র ২ বছর বয়সে মাকে হারায় আদিবা। তবে থেমে থাকেনি তার পড়াশোনা। মন দিয়ে পড়াশোনা করে সে জয় করে নিয়েছে স্কুলে সব শিক্ষকদের হৃদয়। আর ট্যালেন্টপুলে বৃত্তি তো তার বিশাল স্বীকৃতিই বটে।

আদিবা জানায়, ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। আর এজন্য সবার দোয়া চায় ছোট্ট মেয়েটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।